পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তির খবর আসছে বিভিন্ন জেলা থেকে। অনেক জায়গাতেই সামনে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ঠিক তখনই তৃণমূল ছেড়ে অন্য দলে নাম লেখানোর ঘটনাও সামনে আসছে। যেমন মালদার মানিকচকের ঘটনা।
মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস কর্মাধ্যক্ষ আসাউদজামান, ১৩৫ নম্বর বুথের বুথ সভাপতি রিঙ্কু আলম-সহ প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করেছেন বলে দাবি। সিপিআইএম নেতা মহম্মদ ইয়ামানুদ্দিনের হাত ধরে আসাউদজামান তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিয়েছেন। আসাউদজামান বলেন, 'তৃণমূলে দালালের রাজ চলছে। দলের ভাবমূর্তি আমার পছন্দ হল না। তাই আমি তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলাম।'
তৃণমূলের দাবি, দলবদলকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এনায়েতপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মহম্মদ তাফাজ্জাল হোসেনের দাবি, 'তৃণমূলের টিকিট না পাওয়ার কারণেই সিপিআইএমে যোগদান করেছে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন