বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। কিন্তু এর পর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার খেসারত দিতে হচ্ছে বিরোধী দলের অনেক প্রার্থীকে। মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি আসছে বলে অভিযোগ।
ডোমজুড় ব্লকের চামরাইল গ্রাম পঞ্চায়েতের ১৬৩ নম্বর বুথে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম প্রার্থী অপর্ণা বায়েন। বৃহস্পতিবার সকালে তার বাড়িতে ওই অঞ্চলের তৃণমূল প্রার্থীর স্বামী দলবল নিয়ে এসে তাকে প্রার্থী পদে না দাঁড়ানোর জন্যে নানাভাবে হুমকি দেয় বলে অভিযোগ।
তৃণমূল চায় ওই অঞ্চলের তিনটি বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে। ওই মহিলা প্রার্থী তাদের বোঝানোর চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেস কর্মীরা তার বাড়ি ভাঙচুর করার এবং মারধরের হুমকি দেয়। গোটা ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দী করেন অপর্ণার পরিবারের লোকেরা। সেই ছবি পরে ভাইরাল হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন