আরও চাপে রাজ্যের শাসক দল তৃণমূল। রুজিরা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটকের পর ইডির নজরে তৃণমূল কাউন্সিলরের স্বামী। কয়লা পাচার মামলায় আগামী সপ্তাহে মলয় ঘটকের 'ডান হাত' শঙ্কর চক্রবর্তীকে হাজিরা দিতে বলা হয়েছে। গত নভেম্বর মাসেও তাঁকে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তী। তাঁর স্বামী শঙ্কর চক্রবর্তীকে এবার ডাকল ইডি। জানা গিয়েছে, রাজ্য়ের আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত শঙ্কর। মলয়ের প্রথম জীবনের আপ্তসহায়ক ছিলেন তিনি। এবার কয়লা পাচার মামলায় সেই শঙ্করকে তলব করায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও কয়লা পাচার মামলায় তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সেই সময় তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন তিনি। পরিবারের দাবি, চিকিৎসার জন্য তিনি বাইরে রয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন