পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে আগেই। এমন সময় বীরভূমে নেই অনুব্রত। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত এখন তিহাড় জেলবন্দি। তাঁকে ছাড়াই ভোটের প্রচারে ব্যস্ত বীরভূমের তৃণমূল নেতৃত্ব। ভোটপ্রচারে বেরিয়ে সেই অনুব্রতকে স্মরণ করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শতাব্দী। সিউড়িতে ভোট প্রচারের ফাঁকে তিনি বলেন, "যে দলের জন্য এতদিন কাজ করেছে, তাঁকে মনে না রাখা অকৃতজ্ঞতা। আমি মনে করি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এখন আইনের জন্য বাইরে রয়েছেন। এতদিন যিনি কাজ করেছেন, ভবিষ্যতেও করবেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন