অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সায়নী ঘোষ। সকাল থেকে লক্ষ লক্ষ চোখ সিজিও কমপ্লেক্সের দিকে ছিল। কারণ, গত বুধবার রাতে নিয়োগ দুর্নীতি মামলায় নোটিস পাওয়ার পর থেকে খোঁজ ছিল না সায়নীর। নির্ধারিত সময়ের আগেই এদিন সকাল ১১টা ২২ মিনিটে ইডি দফতরে পৌঁছে যান তৃণমূলের যুবনেত্রী।
সিজিও কমপ্লেক্সে সায়নীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি অফিসারেরা।
সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এদিন উপস্থিত ছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসারেরা। এছাড়াও ইডি-র একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারও জিজ্ঞাসাবাদ পর্বে ছিলেন। সায়নীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন