বিদেশ যাওয়ার পথে দমদম বিমানবন্দরে আটকানো হল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সন্তানদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বিদেশ যাচ্ছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁর দুবাই যাওয়ার কথা ছিল। সেইসময়ই বিমানবন্দরে তাঁকে আটকানো হয়। শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন বলে সূত্রের খবর।
কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হয়েছে বলে অভিযোগ। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে, এই মর্মে অভিষেক আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন বলে সূত্রের খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন