ইতিমধ্যে দু-বার তলব করা হয়েছে। তার পরে ফের তলব। এই নিয়ে তৃতীয় বার রাজ্যের শিক্ষা সচিব তথা শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মণীশ জৈনকে তলব করল সিবিআই। সূত্রের খবর, আগামী শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি, ওই দিন তাঁকে কিছু নথিও সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
গত বৃহস্পতিবারই মণীশ জৈনকে তলব করা হয়েছিল সিবিআইয়ের তরফে।
প্রসঙ্গত, মণীশ জৈনকে জেরায় ফাইলে সই সংক্রান্তই কিছু তথ্য পেয়েছে সিবিআই। সূত্রের খবর, সেই কারণে সেই ফাইলের বিষয়ে আরও কিছু তথ্য জানতে চান গোয়েন্দারা। তাই মণীশকে ফের তলব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন