এবার পঞ্চায়েত নির্বাচনেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাওড়ার উলুবেড়িা ১ নম্বর ব্লকের বিডিও-র বিরুদ্ধে অনিয়ম করে মনোনয়ন বাতিলের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিপিএমের দুই মহিলা প্রার্থী। সেই অভিযোগের ভিত্তিতেই এ দিন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৭ জুলাইয়ের মধ্যে সিবিআই-কে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
অভিযোগকারী দুই সিপিএম প্রার্থীর নাম ওমজা বিবি এবং কাশ্মীরা বিবি। তাঁদের অভিযোগ, যথাযথ ভাবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরেও ইচ্ছাকৃত ভাবে বিডিও বা রিটার্নিং অফিসার কারচুপি করে তাঁদের মনোনয়ন বাতিল করে দিয়েছেন। বহিরা গ্রাম পঞ্চায়েত ও ধুসিমালি গ্রাম পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিলেন এই দুই মহিলা প্রার্থী।
ওই দুই মহিলা প্রার্থীই হাইকোর্টে অভিযোগ করেন, বিডিও শুধু নথি পত্র বিকৃত করে তাঁদের মনোনয়ন বাতিল করেছেন তাই নয়, এ নিয়ে অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করেননি ওই আধিকারিক। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বভাবতই স্বাগত জানিয়েছে বিরোধীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন