বুধবারও সকাল থেকে ভাঙড়ে তুমুল বোমাবাজি, সংঘর্ষ চলেছে। তারপর বেলা সওয়া তিনটে নাগাদ দেখা যায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি সটান পৌঁছে গিয়েছেন নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে রাজ্যের সচিবালয়ে পৌঁছেছিলেন তিনি।
নবান্ন থেকে বেরিয়ে নওসাদ বলেন, 'আজকেও সকাল থেকে আরাবুল ইসলাম, শওকত মোল্লারা গন্ডগোল করেছেন। আমি রাজ্যের অভিভাবিকাকে জানাতে এসেছিলাম। নির্বাচন কমিশন ভোট পরিচালনা করছে ঠিকই। কিন্তু তাদের ভরসা পুলিশ। তাই আমি পুলিশের বসকেই বলতে এসেছিলাম ভাঙড়ের কথা। কিন্তু মুখ্যমন্ত্রীর হয়তো ব্যস্ততা রয়েছে। তাই আমায় তিনি সময় দিতে পারেননি।'
ভাঙড়ের আইএসএফ বিধায়ক এও বলেন, আসার আগে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ইমেল করেছিলেন তিনি। কিন্তু কোনও উত্তর পাননি। যেহেতু বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিন তাই তিনি আজই মুখ্যমন্ত্রীকে সামনাসামনি জানাতে চেয়েছিলেন।
নওসাদের কথায়, 'ভাঙড়ে যাঁরা আমায় ভোট দিয়েছেন বা ভোট দেননি আমি সবার জনপ্রতিনিধি। আমি চাই সুষ্ঠুভাবে মনোনয়ন হোক। শান্তিতে মানুষ ভোট দিতে পারুক।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন