একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের চমক ছিল 'দিদিকে বলো'। ভোটের পর পরই জনসংযোগ বাড়াতে ফের আরেক নয়া কর্মসূচি আনা হয়। নাম রাখা হয় 'দিদির সুরক্ষা কবচ'।
'সরাসরি মুখ্যমন্ত্রী।' জনসাধারণের সমস্যার কথা শোনা ও তার দ্রুত সমাধানের জন্য এবার চালু হচ্ছে এই নতুন সরকারি কর্মসূচি। সূত্রের খবর, আমজনতা ও প্রশাসনের মধ্যে জনসংযোগের হাতিয়ার হিসাবেই এই নয়া কর্মসূচি তুলে ধরতে চলেছে নবান্ন। সরকারি অন্দরমহলের কথায়, 'দুয়ারে সরকার' ও 'পাড়ায় সমাধান' কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে প্রশাসন সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব হয়েছে। সেই ধারণা থেকেই আগামিকাল, বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এবার তাই আনুষ্ঠানিক ভাবে 'সরাসরি মুখ্যমন্ত্রী' নামের সরকারি কর্মসূচি ঘোষণা হতে পারে।
সূত্রের খবর, এক্ষেত্রেও 'দিদিকে বলো'র মতো দেওয়া হবে কোনও নির্দিষ্ট ফোন নম্বর। আগামিকাল, নবান্ন সভাঘর থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়েও আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন