'একটা এফআইআর হওয়া উচিত। ভাঙড় পুলিস কি এফআইআর দায়ের করেছে?' ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আদালতের তিরস্কারের মুখে রাজ্য। ভাঙড় ও বসিরহাট নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজি, গুলির লড়াই, ভাঙচুর চলে। শেষপর্যন্ত মনোনয়ন জমার শেষদিনে এসে ভাঙড়ে ঝরে রক্তও।
এদিন হাইকোর্টে বিকাশরঞ্জন ভট্টাচার্য ভাঙড়ের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিস অফিসারদের সাসপেন্ড করার দাবি জানান। দাবি করেন, ঘটনার তদন্তের। তোপ দাগেন, শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙড়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে। তারাই ভাঙড়ে অশান্তি ছড়ায়। বিচারপতি রাজশেখর মান্থা যার পরিপ্রেক্ষিতে বলেন, আদালত নিরাপত্তা নিয়ে চিন্তিত। এই ঘটনায় আদালত আশা করছে যে পুলিস এফআইআর করবে। তারপরই তিনি জানতে চান ভাঙড়ের ঘটনায় পুলিস এফআইআর দায়ের করেছে কিনা? পাশাপাশি, ভাঙড়ে অশান্তির ঘটনায় রাজ্যের কাছেও ব্যাখ্যা চাইল আদালত। হলফনামা দিয়ে জানাতে নির্দেশ রাজ্যকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন