পঞ্চায়েত নির্বাচনের আগে আইনি বিপাকে নওশাদ সিদ্দিকি। ভাঙড়ে তৃণমূল কর্মী রাজু নস্কর খুনে আইএসএফ বিধায়ক-সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানায় মামলা দায়ের হয়েছে।
মনোনয়ন পর্ব জমার শেষ দিনে ভাঙড়ে তীব্র অশান্তির পরিবেশ তৈরি হয়। বোমাবাজি হয়। এলাকার বেশ কয়েকটি বাড়ি, দোকান ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। তাতে মোট এক আইএসএফ এবং দু’জন তৃণমূল কর্মী-সহ তিনজনের মৃত্যু হয়। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানার মামলা রুজু হয়। প্রত্যেকের বিরুদ্ধে খুন, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন