মনোনয়নের সময়সীমা না বাড়ালেও পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর সব জেলা এবং বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর জন্য যত দ্রুত সম্ভব কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য সরকারের কাছে সুপারিশ করার নির্দেশ দিয়েছে আদালত। যে সমস্ত এলাকায় রাজ্য পুলিশ পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যাবে না, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এর পাশাপাশি, নির্বাচনে সিভিক ভলেন্টিয়ারদের ডিউটি দেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
পঞ্চায়েত ভোট সংক্রান্ত যে যে দাবি নিয়ে বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহণ। এ দিন কেন্দ্রীয় বাহিনী আদালতের নির্দেশে বিরোধীদের সেই দাবিতে কার্যত সিলমোহর দিল হাইকোর্ট।
কলকাতা হাইকোর্ট এ দিন নির্দেশ দিয়েছে, স্পর্শকাতর সাত জেলা ছাড়াও অন্যান্য জেলাতেও পরিস্থিতি বিচার করে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা কমিশন বিবেচনা করবে বলে নির্দেশে জানিয়েছে আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন