মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই জেলায়-জেলায় অশান্তি। ইতিমধ্যে প্রাণও গিয়েছে একজনের। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন তাঁরা। একের পর এক অভিযোগের পাহাড় জমছিল। এর মধ্যেই সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৩ জুন বৈঠক ডেকেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হয়েছে। চলবে ১৫ জুন পর্যন্ত। এত কম সময়ের মধ্যে মনোনয়ন পেশ সমস্যাজনক বলে বিরোধীরা সুর চড়িয়েছিলেন। কলকাতা হাই কোর্টে সময়সীমা বাডা়নোর আবেদন নিয়ে মামলা করে কংগ্রেস, বিজেপি। আদালতেরও পরামর্শ, যদি এই সময়সীমা বাড়ানো যায়, তা ভেবে দেখুক কমিশন। যদিও কমিশন সাফ জানিয়ে দেয়, মনোনয়নের সময়সীমায় কোনও বদল হচ্ছে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন