মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে রাজ্য নির্বাচন কমিশন থেকে বেরোনোর সময় রাজ্য নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়েছিলেন হাইকোর্টের নির্দেশকে কমপ্লাই করা হবে। আর তার কিছুক্ষণের মধ্যেই আদালতের নির্দেশ মেনে মনোনয়ন দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, যারা শিক্ষা বন্ধু এবং ভিলেজ রিসোর্স পার্সন, তাঁরা আজ মনোনয়ন জমা দিতে পারবেন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এই দুই ক্ষেত্রে যারা পড়েন, তাঁরাই এ দিন শুধু মনোনয়ন জমা দেন, তা নিশ্চিত করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে মনোনয়ন জমা দেওয়ার শেষ যে সময়সীমা রাখা হয়েছে সেই সময়সীমা পর্যন্তই মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। যদিও কলকাতা হাইকোর্টের তরফে কেন্দ্রীয় বাহিনী নির্দেশ নিয়ে কি অবস্থান রাজ্য নির্বাচন কমিশনের, তা এখনও স্পষ্ট নয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন