ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে পঞ্চায়েত ভোটে ভোট কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। সোমবার এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, তৃণমূলেন নেতা কর্মীরাই ১৪৪ ধারা মানবেন না। দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ নাই সিভিক পুলিশ লাঠি হাতে গরু তাড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের গায়ে হাত বোলাচ্ছে। বোঝাই যাচ্ছে সেটিং।
এদিকে মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি নিয়েও কড়া বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি অভিষেককে কটাক্ষ করে বলেছেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সুপার সিএম মনে করছেন। সিএম তো আছেন ! তার উপরে চমকে ধমকে উনি সবাইকে ঠান্ডা করবেন সেই অধিকার ওনাকে কে দিয়েছে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন