করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে মৃতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লাখ টাকা এবং অল্প চোটআঘাত প্রাপ্তদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী।
জানা গিয়েছে, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, ওড়িশার বালেশ্বরের আগে বহনঙ্গা রেল স্টেশনের কাছে একটি মালগাড়িতে পিছনে গিয়ে ট্রেনটি ধাক্কা মারে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি কামরা বেলাইন হয়ে গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা চলছে। উদ্ধারে নামানো হয়েছে NDRF কেও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন