সেবকে সেনা ছাউনিতে হেলিকপ্টারের জরুরি অবতরণ করতে গিয়ে চোট পাওয়ার পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হল এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, পায়ে এবং কোমরে চোট লাগে মুখ্যমন্ত্রীর। সেবকের সেনা ছাউনিতেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয় বলে জানা গিয়েছে। এর পর বাগডোগরা থেকে বিমানে কলকাতায় পৌঁছনোর পর সরাসরি মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েও এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার ভোট প্রচারে বেরিয়েই বিপত্তির মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। এ দিন জলপাইগুড়িতে সভার পর হেলিকপ্টারে বাগডোগরা আসছিলেন তিনি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে মাঝ আকাশে আচমকা্ই দুর্যোগের মধ্যে পড়ে যায় মুখ্যমন্ত্রীর চপার। ঝুঁকি না নিয়ে সেবকের সেনা ছাউনিতে হেলিকপ্টার জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন দুই পাইলট। জরুরি অবতরণের সময়ই প্রবল ঝাঁকুনিতে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন