আজ, বুধবার সকাল থেকেই টানটান উত্তেজনা। নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে মুহুর্মুহু বেরোচ্ছেন আধিকারিকরা। এক-একটি দলের গ্রন্তব্য রাজ্যের একাধিক পুরসভায়। পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের সল্টলেকের নগরায়ন দফতরেও হাজির হয় সিবিআই এর একটি বড় দল। সেখানে পৌঁছে বেশকিছু নথি সংগ্রহ করে, নগরায়ন দফতরের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এক আধিকারিককে নিয়ে সি বি আই দল পৌঁছয়ে সল্টলেকেরই পুর প্রশাসন ভবনে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলকে জিজ্ঞেসাবাদ করে সিবিআই আধিকারিকেরা জানতে পারেন শিক্ষা দফতরেই নয়, অয়ন শীল টাকার বিনিময়ে চাকরি করিয়ে দিয়েছেন রাজ্যের একধিক পুরসভায়। এরপরই আদালতের নির্দেশে পুর দুর্নীতি সংক্রান্ত মামলার ভার যায় সিবিআই-এর হাতে। দুর্নীতির গোড়ায় পৌঁছতে একটি বড় সিবিআই দল এদিন সকালে এসে পৌঁছয় সল্টলেক নগরায়ন ভবনে। আর এখানেই পুর মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতর। এখন থেকেই বেশ কিছু নথি সংগ্রহ করে সিবিআই তদন্তকরী আধিকারিকরা। সঙ্গে নগরায়ন দফতরের একজন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা পৌঁছন সল্টলেকের পৌর প্রশাসন ভবনে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন