সৌদি আরবে তৃণমূল প্রার্থী। মিনাখাঁয় তাঁর মনোনয়ন জমা। আদালতে সিপিএমের রুজু মামলায় ফের রাজ্য নির্বাচন কমিশনকেই দুষলেন বিচারপতি অমৃতা সিনহা। মামলায় অভিবাসন দপ্তরকে পার্টি করার নির্দেশও দিয়েছেন বিচারপতি। শুক্রবার ফের মামলার শুনানির সম্ভাবনা। মিনাখাঁর কুমারজোলর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি। মামলাকারীর আইনজীবী সলোনি ভট্টাচার্য ও শামীম আহমেদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির দিন মইনুদ্দিন গাজি দেশ ছাড়েন। হজ কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুন সৌদি আরবে যান। তাঁর ১৬ জুলাই রাজ্যে ফেরার কথা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন