নিহত ছাত্র নেতা আনিস খানের দাদা সামসুদ্দিন খানকে পঞ্চায়েতে প্রার্থী করেছে সিপিএম। গত বছর আনিসের বাড়িতে হানা দেয় আমতা থানার পুলিশ। তাঁকে বাড়ির ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সিপিএম সূত্রের খবর, কুশবেড়িয়া পঞ্চায়েত সমিতিতে প্রার্থী করা হয়েছে সামসুদ্দিনকে।
প্রসঙ্গত, গত বছরই বাংলার রাজনীতিতে আনিস খানের রহস্য মৃত্যু বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছিল। বাড়ির ছাদ থেকে পড়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় আনিস খানের। সেই রাতে তাঁর সঙ্গে বাড়িতে দেখা করতে এসেছিলেন কয়েকজন পুলিশ কর্মী। তাঁর রহস্যমৃত্যুতে পুলিশেরই হাত রয়েছে বলে প্রথম থেকে অভিযোগ করে আসছিল আনিসের পরিবার। ঘটনার পর সিপিএম নেতা মহম্মদ সেলিম-সহ একাধিক বার সিপিএম নেতৃত্বকে আনিসের বাড়ি যেতে দেখা যায়। ঘটনার পর আনিসের বাড়িতে এসেছিলেন জেএনইউ-এর ছাত্রমেতা উমর খালিদের বাবাও।
একটা মৃত্যু, রাতারাতি হাওড়ার আমতার একটি প্রত্যন্ত অখ্যাত গ্রামকে খবরের শিরোনামে এনেছে। ইতিমধ্যেই এই মামলার চার্জশিট জমা পড়েছে। তাতে নাম রয়েছে পাঁচ পুলিশ কর্মীর। নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীরও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন