৩১৫ কোম্পানি বাহিনী কোথায় যাবে, এখনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য নির্বাচন কমিশন। ফলে এখন সেই রাজ্যগুলিতেই কেন্দ্রীয় বাহিনী আছে। দু-দিন উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সমন্বয় সাধন নিয়ে।
এদিকে বাহিনী চাইছে কোর্টের চাপে ওদিকে দায়িত্ব দেয়নি কমিশন। ফলত কমিশন এখনও বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত না জানাতে পারায় এখনও বাহিনী যেখানে থাকার সেখানেই আছে বলে জানানো হচ্ছে। তার মানে এক কথায় পঞ্চায়েতে বাহিনী নিয়ে টানাপোড়েন এখনও চলছে, আর সেই ঘটনা দীর্ঘ হতে পারে বলেও মনে করা হচ্ছে।
অন্য দিকে, যে জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে সেই জেলাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পর্বে বা অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যে জায়গাগুলিতে অশান্তির ঘটনা ঘটেছে, সেখানে রুটমার্চ শুরু করাতে হবে বলে জানানো হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন