আজ,শনিবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদের পরে সেই রিপোর্ট দিল্লির অফিসে পাঠানো হয়েছে। এদিন সকাল ১১টার দিকে অভিষেক নিজাম প্যালেসে আসেন। মাঝে কিছুক্ষণ বিরতির পরে দুপুর আড়াইটে নাগাদ ফের জিজ্ঞাসাবাদ শুরু হয় অভিষেকের। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। কুন্তল ঘোষের চিঠি সামনে রেখেই মূলত জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।
এদিন তিনি বলেন, "প্রথম দিন থেকে এদের টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের কাজ হচ্ছে কীভাবে ধমকে চুপ করা যায়। নবজোয়ার যাত্রার ছবি বিজেপির হজম হচ্ছে না।
অভিষেক আরও বলেন, "আমি ঘড়ির কাটা ঠিক ১১টায় নিজাম প্যালেসে এসে ঢুকেছি। প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলেছে। আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। আমাকে যারা ডেকেছে, তাদেরও সময় নষ্ট। কারা এগুলো করছে মানুষ ভাল করে জানে। এক বছর ধরে আপনারা এসএসসি তদন্ত করছেন। ১০ বছর ধরে সারদার তদন্ত হয়েছে। এর নির্যাস কী? যারা তদন্ত করছে, তাদের ইস্তফা করছে। নোবেল চুরি, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কাণ্ডে কী হয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন