নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাপক চাপে রাজ্য সরকার। এবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র বাড়িতে ইডির হানা। জানা গিয়েছে, সকাল ছ-টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সির একটি দল। কার্যত ঘুম থেকে তুলে শুরু হয় তল্লাশি।
উল্লেখ্য, আজ, শনিবারই কুন্তল ঘোষের চিঠি মামলায় তদন্তের সহযোগিতার স্বার্থে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সকাল ১১টার মধ্যে সেখানে পৌঁছে যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আর তার কয়েক ঘণ্টা আগেই শহরে ইডির তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মচারী এই কালীঘাটের কাকু। তাঁর মুখে একাধিকবার অভিষেকের নামও শোনা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন