শীর্ষ আদালতে আপাতত স্বস্তি পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই এবং ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলি বারবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে। রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি নানা কর্মসূচিতে যখন ব্যস্ত রয়েছেন, তখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে।
যদিও অভিষেকের আর্জিতে আজই তাঁকে কোনও রক্ষাকবচ দেয়নি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চে এ দিন মামলাটি শুনানির জন্য ওঠে। অভিষেককে কেন্দ্রীয় এজেন্সি বার বার নোটিস পাঠিয়ে হেনস্থা করছে এবং তাঁকে গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করে জরুরি শুনানির আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙভি। এই আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত জানায়, শুক্রবার মামলাটির শুনানি হবে। উল্লেখ্য, গত শনিবারই অভিষেককে ডেকে পাঠিয়ে সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন