এসএসকেএম ও মদন মিত্রর টানাপোড়েন শনিবার প্রায় দিনভর চর্চায় ছিল। রাজ্যের সুপারস্পেশ্যালিটি সরকারি হাসপাতালে রোগী ভরতি করাতে গিয়ে প্রত্যাখ্যাত কামারহাটির বিধায়ক ওইদিন দফায় দফায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন। পাল্টা তাঁর আচরণ নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষও অভিযোগ দায়ের করেছে। তবে রবিবার এই চিত্রে খানিকটা বদল।
রবিবার দুপুরে মেডিক্যালের সামনে থেকে সাংবাদিকদের মুখোমুখি হন কামারহাটির বিধায়ক। বলেন, "কলকাতা মেডিক্যাল কলেজ এগিয়ে এসেছে। এখান থেকে আমাকে ফোন করে বলা হয়েছে, চলে আসুন, এখানে বেড-সহ সমস্ত ব্যবস্থা করা হয়েছে। সেই রোগী এখানে ভরতি হয়েছে। আমি তাঁকে দেখতে এসেছিলাম। আমি বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের প্রতি মানবিক। আমি তাই তাঁর সঙ্গে সবসময় আছি। সেদিন এসএসকেএমের ব্যবহারে দুঃখ পেয়েছিলাম।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন