ফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ১৪ জুন পর্যন্ত বাড়ানো হল সরকারি-বেসরকারি স্কুলে গরমের ছুটি। এ দিন নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ফের নতুন করে রাজ্য তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেই কারণেই গরমের ছুটি বাড়ানো হল।
গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি আগামী ৫ জুন খুলবে। ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুলগুলি। সেই সিদ্ধান্তই বদল করলেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন