গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের কন্যা, সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের বিরোধিতা করল ইডি। আজ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি হয়।
ইডির আইনজীবী নীতেশ রানা আদালতে বলেন, গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল যে বিপুল অঙ্কের টাকা তছরূপ করেছেন, সেই তছরূপ প্রক্রিয়ায় মাস্টারমাইন্ড ছিলেন দু-জন। একজন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি এবং দ্বিতীয়জন অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল।
যথারীতি এই সমস্ত অভিযোগ মানতে চাননি সুকন্যার আইনজীবী অমিত কুমার। আদালতে তাঁর সওয়াল ছিল, গরু পাচার মামলায় সুকন্যাকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে ইডি। তাই তাঁকে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই। তাছাড়া একই মামলায় অন্যান্য কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার না করেই জামিন দেওয়া হয়েছে। অথচ তাঁদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। পাশাপাশি সুকন্যার কিছু শারীরিক সমস্যা রয়েছে। চলতি মাসেই অস্ত্রোপচারের কথা রয়েছে। তাই জামিন দেওয়া হোক।
অন্যদিকে, ইডির আইনজীবী নীতেশ রানা সওয়াল করেন, এই মামলায় অন্যতম অভিযুক্ত সুকন্যা। গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দোষ প্রমাণ হলে কঠিন শাস্তি হবে। তাই জামিন দেওয়া উচিত হবে না। উভয় পক্ষের বক্তব্য শুনে বিশেষ সিবিআই আদালতের বিচারক রঘুবীর সিং ১ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন