শাসনে পঞ্চায়েত ভোটে শক্তি বৃদ্ধি করল সিপিএম। বুথ সভাপতি-সহ তৃণমূলের ৪০০ জন সক্রিয় কর্মীকে শুক্রবার নাম লেখালেন সিপিএম-এ। রাজ্য রাজনীতিতে ক্ষমতা থেকে সরে যাওয়ার ১২ বছর পরে খোলা হল দলীয় কার্যালয়ও। যদিও যাঁদের ভাঙিয়ে শাসনে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম, তাঁদের অনেককেই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দল থেকে বার করে দেওয়া হয়েছে বলে দাবি তৃণমূলের। এলাকার খবর, মাটি, জমি ও ভেড়ি দখলের লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়া তৃণমূলের লোকজনই শাসনে সিপিএমে যোগদান করেছেন।
২০১১ সালে রাজ্যে পালাবদলের পরে সিপিএম তাদের শক্ত ঘাঁটি শাসনে পায়ের নীচের জমি হারিয়েছিল।
বারাসত-২ ব্লকের রমাগাছি এলাকার বুথ সভাপতি নজরুল ইসলাম, মদনপুরের তৃণমূল নেতা সহিদুল ইসলাম, আবদুল সাত্তার-সহ বেশ কিছু নেতার উপরে নির্ভর করে শাসনে শক্তি বৃদ্ধি করেছিল তৃণমূল। ওই দুই নেতা-সহ ৪০০ কর্মী-সমর্থককে যোগদান করানো হয়েছে সিপিএমে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন