নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি দফতরে হাজিরা দেন সুজয় কৃষ্ণ ভদ্র। কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি-র তরফ থেকে নোটিশ পাওয়ার পরেই সময় মত হাজিরা দেন তিনি। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে দীর্ঘ ১১ ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ।
ইডি সূত্রে খবর, কালীঘাটের কাকুকে দফায় দফায় জেরা করা হয়। তদন্তে নেমে কালীঘাটের কাকুর বাড়ি থেকে তিনটি সংস্থার নথি উদ্ধার করেছিল। ওই কোম্পানিগুলি ভুয়ো বলেই দাবি কেন্দ্রীয় সংস্থার।
ইডি সূত্রে আরও জানা গেছে, ওই কোম্পানিগুলোতে কোটি কোটি টাকা লেনদেন হয়েছিল। বিভিন্ন তথ্য দেখিয়ে সত্যতা যাচাই করার চেষ্টা করেন আধিকারিকরা। তবে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন 'কালীঘাটের কাকু'। সমস্ত টাকা নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছেন তাঁরা। তদন্তে অসহযোগিতা এবং একাধিক অসঙ্গতি মেলায় অবশেষে দীর্ঘ জেরার পর কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন