গরু পাচার মামলার তদন্ত সূত্রে একাধিকবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, অনুব্রত মণ্ডল গত সাত-আট বছরে নামে-বেনামে বিপুল টাকার সম্পত্তি করেছেন। সেসব সম্পত্তির কোনওটা তাঁর নামে, কোনওটা প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে আবার কোনওটা মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। বুধবার ইডি অনুব্রত ও তাঁর স্ত্রী, মেয়ের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করল। ইডি সূত্রে খবর, মোট ১১ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে রয়েছে, বোলপুরের বিভিন্ন মৌজায় থাকা বিপুল পরিমাণ জমি, শিব শম্ভু ও ভোলে ব্যোম রাইস-মিল সহ আরও অনেক কিছু। সেইসঙ্গে অনুব্রতর অস্থাবর সম্পত্তিতেও থাবা দিয়েছে ইডি।
কেন্দ্রীয় এজেন্সি মোট ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে।
অনুব্রত এখন তিহাড় জেলে রয়েছেন। বুধবার তাঁর জামিনের শুনানি আরও পিছিয়ে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১০ জুলাই হবে সেই শুনানি। কেষ্ট-কন্যা সুকন্যার জামিনের শুনানির দিন ধার্য হয়েছে ৯ অগস্ট। জেলে থাকা অবস্থাতেই কয়েকদিন আগে অনুব্রত আদালতে আর্জি জানিয়েছিলেন, ভোলে ব্যোম রাইস মিলের একটি অ্যাকাউন্ট যাতে ব্যবহার করতে দেওয়া হয়। নইলে সেখানকার কর্মীরা বেতন পাচ্ছেন না। তা তো হলই না, উল্টে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল ইডি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন