অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আরও এক কুড়মি নেতা গ্রেফতার হলেন বলে জানা গিয়েছে। ঝাড়গ্রাম থেকে পাকড়াও ধৃত রাজেশ মাহাতোর সহযোগী নিশিকান্ত মাহাতো। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৯। অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ। ঝাড়গ্রাম থানায় পৌঁছেছে সিআইডি টিম। সিআইডি-কে এফআইআরের নথি হস্তান্তর ঝাড়গ্রাম পুলিশের। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা ছাড়াও আরও দুটি এফআইআর দায়ের। অভিযোগ করেছেন মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িচালক এবং এক তৃণমূল নেতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন