দুর্নীতিকে হাতিয়ার করে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বাম-কংগ্রেস। সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনের জয়কে তারই ফসল বলে মনে করছে নেতৃত্ব। তবে এই সাফল্যের পিছনে আইনজীবীদেরই সব চাইতে বড় ভুমিকা রয়েছে বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার কলকাতায় দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি বলেন, "রাজ্যের মানুষ লক্ষ্য করছেন সরকারের দুর্নীতি। একটার পর একটা চক্রান্ত ফাঁস হলে অবাক হচ্ছেন। স্বাধীনতার পর থেকে এরকম না দেখেছি না শুনেছি। এর পরিমান কোথায় শেষ হবে? আর টাকার মূল্য কোথায় যাবে তা ভেবে অবাক হচ্ছি। একটার পর আরেকটা আসছে। তদন্ত হচ্ছে বিচার ব্যবস্থার মাধ্যমে। আদালত পর্যবেক্ষণ করছে। পর্দা ফাঁস করছে।"
প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, "কোর্টকে অবহিত করেছে যারা, বঞ্চিত সমাজের হতাসা যারা তুলে ধরেছে, যারা তদন্তের দাবি করেছে, তারা বাম ও কংগ্রেসের আইনজীবী। তাঁদের অভিননন্দন।
অধীর আরও বলেন, "ইডি সিবিআইয়ের তৎপরতায় আরও গতি আনতে হবে। না হলে দিদি মোদির জন্য অন্তরায় হতে পারে। আইনজীবীদের বলব বিচার ব্যবস্থাকে বলতে ইডি সিবিআইয়ের তৎপরতায় গতি আনার কথা। খোকাবাবুদের বাড়িতে তল্লাশি হতে পারে। তাই টাকা বিদেশে পাঠাতে পারে। কাকাবাবু দের মতো লোকেদের কাছে গচ্ছিত আছে সব। দুর্নীতির জালের বিস্তৃতি মানুষ জানবেন। আশা করবো পুর দুর্নীতির জন্য সহযোগিতা করবেন মুখ্যমন্ত্রী।" একই সঙ্গে ১৫ জুন শহীদ মিনার ময়দানে দলের তরফে সভা করার কথা ঘোষণা করেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন