ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। যা নিয়ে চিন্তিত রাজ্য। সোমবার মন্ত্রিসভার বৈঠকে করোনা সংক্রমণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মাস্ক ফেরানোর বিষয় জোর দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি পুরসভাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিনের মন্ত্রিসভার বৈঠকে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, কোভিড-১৯ সংক্রমণ নিয়ে রাজ্য সরকার দ্রুত অ্যাডভাইজরি জারি করতে চলেছে রাজ্য সরকার। সরকারি দফতরে ফিরছে স্যানিটাইজেশন প্রক্রিয়া। পুরসভাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন