মুকুল রায়ের উধাও হওয়া এবং পরবর্তীতে দিল্লি বিমানবন্দরে তাঁর দেখা পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ঘুরছে। এমন আবহে বিস্ফোরক তাঁর ছেলে শুভ্রাংশু রায়। মঙ্গলবার তিনি বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে এ বিষয়ে বড় 'রহস্য' রয়েছে বলে মনে করছেন বীজপুরের প্রাক্তন বিধায়ক। তাঁর কথায়, "আমার সঙ্গে এখনও বাবার কোনও যোগাযোগ হয়নি। বাবা অসুস্থ, হাতে টাকা নেই। তিনি কীভাবে দিল্লির যাওয়ার জন্য বিমানের টিকিট কাটবেন?
এনিয়েই মঙ্গলবার শুভ্রাংশু সাংবাদিক বৈঠক ডেকে একাধিক অভিযোগ তুললেন। অসুস্থ বাবা এভাবে দিল্লি চলে যাওয়ায় অত্যন্ত উদ্বিগ্ন ছেলে। বললেন, ”বাবার পার্কিনসন্স, ডিমেনশন। ইনসুলিন ছাড়াও তাঁকে সারাদিনে ১৮ রকমের ওষুধ খেতে হয়। আমি জানি না, কাল সন্ধে থেকে বাবা এখনও সেসব কিছু খেয়েছেন কি না। না খেলে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন। একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি হচ্ছে! এর পিছনে বড় টাকার খেলা আছে। তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদনাম করার জন্য এসব চক্রান্ত চলছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন