প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় এবার হাইকোর্টের দ্বারস্থ ইডি। আদালতের কাছে ইডি দরবার করে, বিপজ্জনক ট্রেন্ড দেখা যাচ্ছে বঙ্গে। বিচারের জন্য একটা পদক্ষেপ নেওয়া দরকার। অভিযুক্তদের 'ওভার স্মার্ট' অ্যাকশনের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া দরকার। ইডি আদালতে আরও জানায়, কুন্তল ঘোষের চিঠির বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানানো হয়নি। তারা দুটি চিঠির তথ্য জানতে চায়।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের চাকরিপ্রার্থীদের ওএমআর শিটে নম্বর পরিবর্তনের ঘটনায় প্রকারান্তরে মানিক ভট্টাচার্যর ঘাড়েই দায় চাপিয়েছেন প্রাক্তন শিক্ষা সচিব। প্রাথমিক শিক্ষা পর্ষদের চাকরিপ্রার্থীদের ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচী চক্রবর্তীকে এই সংস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যর ঘাড়েই দায় চাপিয়েছেন প্রাক্তন শিক্ষা সচিব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন