সিবিআইতে বিশেষ টাস্ক ফোর্স। সম্প্রতি বিভিন্ন সময় বিচারকের সামনে ভর্ৎসনার মুখে পড়তে হয় সিবিআই আধিকারিকিদের। তদন্ত কবে শেষ হবে? বার বার সিবিআইকে বিচারকের এই প্রশ্নর মুখে পড়তে হয়। তাই এবার তদন্তে গতি আনতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই বিশেষ টাস্ক ফোর্স গঠন করল।
সিবিআই সূত্রে পাওয়া খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার সিবিআই বিশেষ টাস্ক ফোর্স গঠন করল।
সিবিআই সূত্রে খবর, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে গতি আনতে এই অফিসারদের সঙ্গে তদন্তকারীদের নিয়ে একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, কলকাতা অফিস থেকে কিছু দিন আগে দিল্লীর সদর দফতরের রিপোর্ট পাঠানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিন নতুন নাম এবং এভিডেন্স সামনে আসছে। তদন্তে সেই নতুন মোড়ে গতি আনতেই এ বার বিশেষ টাস্ক ফোর্স গঠন করল সিবিআই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন