কীসের নথি পোড়ানো হচ্ছিল ভাঙড়ে? কেনই-বা পোড়ানো হচ্ছিল? এর নেপথ্যে কারা? ট্রাকের চালককে তলব করল সিবিআই। জমিটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় সূত্রে পাওয়া খবর, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। ভাঙড়ের কাশিপুরগড়ি এলাকার আন্দুলগড়ি মৌজায় বিশাল একটি জমি খালিই পড়ে রয়েছে। সেই জমিতে নাকি ৩ দিন ধরে পোড়ানো হয়েছে রাশি রাশি নথি। কবে থেকে? নথি পোড়ানোর কাজ শুরু হয় রবিরার রাতে। ঘড়িতে তখন ৮টা। এদিন সকালেও একটি ট্রাকে করে প্রচুর নথি আনা হয় ওই জমিতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন