গরু পাচার মামলায় ফের ফের ইডি-র তলব এড়ালেন তৃণমূলের হেভি-ওয়েট নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মেয়ে সুকন্যাকে তৃতীয়বার দিল্লিতে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগেও দু-বার হাজিরা এড়ান সুকন্যা।
গত আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রফতার করা হয়। আসানসোল সংশোধনাগারের পর আপাতত তাঁর ঠিকানা দিল্লির তিহাড় জেল। অনুব্রতকে গ্রেফতারির পর থেকে নামে বেনামে প্রায় পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অনুব্রতকন্যা সুকন্যার সম্পত্তির পরিমাণও প্রায় নজরকাড়া। একজন সামান্য স্কুল শিক্ষিকা কীভাবে এত সম্পত্তির মালকিন হতে পারেন, তার খোঁজ নিতেই জেরা করা হয় সুকন্যাকে।
তৃতীয়বারের তলবে সাড়া দিলেন না অনুব্রতকন্যা। অসুস্থতার জন্য তিনি যেতে পারবেন না বলে ইডিকে আইনজীবী মারফত চিঠি পাঠান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে পেটে ব্যথা ও বুকে ব্যথা সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেন সুকন্যা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন