সকালেই কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। তার পরেও দুপুর পৌনে ২ টোর সময় একেবারে হাতে হাতে দিয়ে যাওয়া গল সমন। ঘটনায় বিজেপি তীব্র কটাক্ষ করে ট্যুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, "আমাকে হ্যারাস ও টার্গেট করতে গিয়ে বিজেপি সিবিআই-ইডি কে আদালত অবমাননার সম্মুখীন করে দিচ্ছে।"
উল্লেখ্য, সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন, তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রভাবশালী নেতাদের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে ইডির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে বসেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা উচিত। দুজনকেই জিজ্ঞাসাবাদ করুক সিবিআই-ইডি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন