সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলিতে নীল-সাদা পোশাক দেওয়ার কাজ শুরু করে দিল প্রশাসন। সম্প্রতি এই কাজে গতি আনতে স্কুলের প্রধান শিক্ষকদের কাছে একটি চালান পাঠানো হয়েছে ইতিমধ্যে। কোন স্কুলের কত পরিমাণ সাদা নীল ইউনিফর্ম প্রয়োজন তা ওই চালানে উল্লেখ করা থাকবে। সেই চালানে প্রধান শিক্ষক স্বাক্ষর করলেই স্কুলের জন্য বরাদ্দ পোশাক পৌঁছে দেওয়া হবে।
কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পোশাকের রং হবে নীল-সাদা। পোশাকে থাকবে বিশ্ব বাংলার লোগো। সেই মর্মে মার্চ মাসে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করে শিক্ষা দফতর। তবে রাজ্যের সব স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পোশাক নীল-সাদা হয়ে গেলে স্কুলগুলি তাদের নিজস্ব রঙের পোশাকের বৈশিষ্ট্য হারাবে বলে আগেই সরব হয়েছিলেন অনেক স্কুলের প্রধান শিক্ষক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন