চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। শিক্ষামন্ত্রীর ঘোষণার পরেই রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা কত, তা জানতে চাইল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে তারা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ওই নির্দেশিকাটি জারি করেছেন পর্ষদ সচিব সুব্রত ঘোষ। ওই নির্দেশিকায় বলা হয়েছে, রস্টার অব অথেনটিকেশন (রোপা) পোর্টালের অ্যানেক্সসার 'এ' ও 'বি'-তে কোন স্কুলে কত সংখ্যায় শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছে, তা বিস্তারিত জানাতে হবে।
রাজ্য সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। সংগঠনের সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় বলেন, "শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার শিক্ষক নিয়োগের যে ঘোষণা করেছেন, তা রূপায়িত করার জন্য আগে কোন স্কুলে কত শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছে, তা জানা জরুরি। তাই মধ্যশিক্ষা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাইব দ্রুতই রাজ্য সরকার শিক্ষক নিয়োগের বিষয়ে উদ্যোগী হোক।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন