আজ, শুক্রবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করবে তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবারই পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করেছেন ইডি আধিকারিকরা। এরইমধ্যে এই মামলায় এবার পার্থর আমেরিকাবাসী মেয়ে সোহিনী ভট্টাচার্য ও জামাই কল্যাণময় ভট্টাচার্যের সঙ্গেও কথা বলতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মর্মে ইডি ই-মেল করে পার্থর মেয়ে-জামাইকে অবিলম্বে কলকাতায় এসে দেখা করতে বলেছে বলে খবর। তদন্তকারীদের দাবি, অর্পিতা ও পার্থর পরিবারের বিভিন্ন সদস্যের নামে আরও একটি সংস্থার খোঁজ মিলেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন