রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যপালকে স্মারকলিপি বঙ্গ বিজেপির। মঙ্গলবার সকালে রাজভবনে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল-সহ অন্যান্যরা। রাজভবনের সামনে থেকেই মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন সুকান্ত। বললেন, "দুর্নীতিতে নাম জড়ালে মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই যাবে।"
মঙ্গলবার সকাল সাড়ে ন-টা নাগাদ রাজভবনে যায় বিজেপির প্রতিনিধিদল। রাজ্যপাল লা গণেশনের সঙ্গে সাক্ষাৎ করে একাধিক দুর্নীতি নিয়ে তাঁর কাছে স্মারকলিপি জমা দেন সুকান্ত, অগ্নিমিত্রারা। সেখান থেকে বেরিয়ে একাধিক ইস্যুতে তোপ দাগেন তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীকে।
আজ খেলা দিবস। রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল নেতৃত্ব। তা নিয়েও মুখ খুললেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "খেলতে আমরাও পারি। ওরা পুলিশকে সরিয়ে প্লে গ্রাউন্ডে আসুক। আমরা খেলব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন