একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। এসএসসি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আর গরু পাচার কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। এবার সেই গ্রেফতারির নেপথ্যের কারণ বলতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
কী এমন বললেন সৌমিত্র? বিষ্ণুপুরের বিজেপি সাংসদের দাবি, ''সব তথ্য ইডি-সিবিআই-এর কাছে পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ!'' বিষ্ণুপুর বৈলাপাড়া জেলা বিজেপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসে বিস্ফোরক এই দাবি করেন সৌমিত্র খাঁ। সাংবাদ মাধ্যামের কাছে তাঁর দাবি, ''তৃণমূলের সর্ষের মধ্যেই ভূত আছে।
তিনি আরও বলেন, ''আরও অনেকেই আছেন তারা তৃণমূলে থেকেই সব কিছু পৌঁছে দিচ্ছেন। ডান হাত, বাঁ হাতা আছেন। তৃণমূল নেতাদের কার কোথায় টাকা আছে, কুণাল ঘোষ সেই তথ্য আমাদের কাছে পৌঁছে দিয়েছেন।" যদিও সৌমিত্র খাঁ'র মন্তব্যের পাল্টা প্রতিবাদে নামে তৃণমূল। স্বয়ং কুণাল ঘোষের মন্তব্য, ''সৌমিত্র খাঁ'র কথার গুরুত্ব দেওয়া আর সার্কাসের জোকারকে সিরিয়াস নেওয়া একই ব্যাপার।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন