সময় এলে সবকিছু বলব, পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের উপর ভর করেই বুধবার তাঁকে আরেক দফা নিজেদের হেফাজতে রাখার আর্জি জানাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নগর আদালতের ইডি স্পেশাল কোর্টে আর্জি করতে পারে তদন্তকারী দল। অফিসারদের দাবি, থিতু হওয়ার জন্য সময় চাইছেন পার্থ। ২৪ জুলাই গ্রেফতার হওয়ার পর থেকে অর্পিতা ইডির বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছেন বলে সূত্রের খবর। সূত্র ধরে একাধিক জায়গায় অভিযান চালিয়ে প্রাথমিক সাফল্যও পেয়েছে ইডি। কিন্তু তদন্তের অগ্রগতি এখনও সেভাবে হয়নি অর্থাৎ এত টাকা কার? কে রাখল? এইসব মূল প্রশ্নের সন্তোষজনক জবাব এখনও পর্যন্ত অধরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন