বিধায়কদের সম্পত্তি বৃদ্ধির মামলায় একতরফা ভাবে তৃণমূলকে জড়িয়ে প্রচারকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবেই দেখছে ঘাসফুল শিবিরের একটা বড় অংশ। বুধবার এর প্রতিবাদে বিধানসভায় সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেসের নেতারা। ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক, সমবায় মন্ত্রী অরূপ রায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা।
এই সাংবাদিক সম্মেলন থেকে ফিরহাদ হাকিম দাবি করেন, ২০১৭ সালের যে জনস্বার্থ মামলার উপর ভিত্তি করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, সেটি জনস্বার্থ মামলা নয়। সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা হচ্ছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন