রাজ্যে শিক্ষক নিয়োগ ঘিরে অভিযোগের শেষ নেই। অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে একাধিক মামলা। চলতে থাকা বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের নিয়মে এবার বড়সড় পরিবর্তন আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ফিরছে ইন্টারভিউ ও কাউন্সেলিং প্রক্রিয়া। প্রশ্নপত্রেও আসছে বেশকিছু পরিবর্তন।
উল্লেখ্য, ২০১৯ থেকে ইন্টারভিউ ও কাউন্সেলিং প্রক্রিয়া উঠে গিয়েছিল।লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হত। তারপর রেকমেন্ডেশন বা নিয়োগে অনুমোদন দেওয়া হত। সম্প্রতি বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এসএসসিতে নিয়োগের ক্ষেত্রে নিয়মে বড়সড় পরিবর্তন আনা হবে। সেই মতো এই নিয়মে পরিবর্তন বলে সূত্রের খবর। নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে মনে করছে এসএসসি ও শিক্ষা দফতর।
রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটাতে গত সোমবার শিক্ষা দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বৈঠকে চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। দ্রুত নিয়োগ সম্পন্ন হবে, নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে বলে সেদিনই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। আপার প্রাইমারি ও নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হবে বলেও তিনি জানিয়েছিলেন। ওইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন