ফের দিলীপ ঘোষের নিশানায় অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। শাসকদলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে রাক্ষসের সঙ্গে তুলনা করলেন তিনি। বন্দি অনবস্থায় তাঁর উপর যাতে অত্যাচার করা হয়, সেই দাবিও জানান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। দিলীপ ঘোষ অভিযোগ করেন, অনুব্রত মণ্ডলের জন্য বহু মানুষের জীবন নষ্ট হয়ে গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর সম্পর্ক দীর্ঘদিনের। আন্দোলনের দিন থেকে মমতার পাশে পাশে থেকেছেন অনুব্রত। সকলের কাছে যিনি অনুব্রত, তিনি কিন্তু 'দিদি'র অত্যন্ত কাছের 'কেষ্ট'। এই নামেই তাঁকে ডাকেন তৃণমূল নেত্রী। বীরভূম হাতের তালুর মতো চেনেন অনুব্রত। কোনও দিন, কোনও নির্বাচনে লড়াই না করেও তিনি বীরভূমের কর্তা। লালমাটির দেশে অনুব্রত বরাবরই 'কিং-মেকার'। গোরুপাচার মামলায় এবার সেই অনুব্রতকেই তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে সিবিআই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন