অবশেষে গরুপাচার মামলায় আটক বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর মণ্ডল। এদিন সকালেই বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে এদিন হানা দেয় সিবিআই গোয়েন্দারা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। মুহূর্তে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে। শুধু মেইন গেট নয়, দুদিক দিয়ে বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা।
তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন অনুব্রত মণ্ডল। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল। এবার কী করবে দল? পাশে থাকবে নাকি দূরত্ব তৈরি করবে দল? স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। ৯ বার হাজিরা এড়ায় তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন